বন্যায় ক্ষতিগ্রস্থ পতিত চর গুলোতে যেখানে ফসল ফলানো কষ্টকর, সেখানে কুড়িগ্রাম সদরের ধরলার চর মাধবরামের রূপালী চরে সূর্য়ের হাসির মতো সোনালী হাসি হাসছে হাজার হাজার সূর্যমূখী ফুল।