ঘাট ও রাস্তার ইট গেছে ইউপি সদস্যের বাড়িতে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ইয়াছিন মিয়া নামের ইউপি সদস্যের বিরুদ্ধে পুকুরের ঘাটলা ও রাস্তার ইট তুলে নিয়ে নিজের পাকা ভবন তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক তদন্তে ইট আত্মসাতের সত্যতা পেয়েছে প্রশাসন।
ইয়াছিন মিয়া উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (চান্দেরপাড়া) সদস্য। তাঁর ইট চুরি নিয়ে গত ২০ জানুয়ারি মো. আলাউদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দেন। ইউএনও অভিযোগটি তদন্তের জন্য উপজেলা এলজিইডিকে তদন্তের নির্দেশ দেন।