গেমিং ও ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে ইনফিনিক্স আনল নোট ৮ আই মডেলের স্মার্টফোন। ফোনটি কেনার জন্য গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং দারাজে প্রি-অর্ডার দেয়া যাবে। প্রি-অর্ডার চলবে ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত। প্রি-অর্ডার করলে গিফট হিসেবে থাকছে ওরাইমো ওয়্যারলেস হেডফোন। ফোনটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা।
ইনফিনিক্সের নোট সিরিজের নতুন এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ইনফিনিটি-জিরো ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০*১৬৪০ পিক্সেল।ফোনটিতে ব্যবহৃত হয়েছে অক্টোকোর হেলিও জি ৮০ মডেলের প্রসেসর এবং মিডিয়াটেক হাইপারইঞ্জিন গেমিং টেকনোলজি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.