চিকিৎসকের বাসায় শিশু গৃহকর্মীর ওপর অমানুষিক নির্যাতন
ঢাকা পঙ্গু হাসপাতালের রেজিস্ট্রার ডা. সি এইচ রবিনের স্ত্রী রাখীর অমানুষিক নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী নিপা বাড়ৈ (১১) বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। উজিরপুর থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
নির্যাতনের শিকার শিশু ও তার পরিবার সূত্রে জানা যায়, করোনার কারণে অভাবের তাড়নায় ছয় মাস আগে স্থানীয় বাসুদেবের মাধ্যমে হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের ননী বাড়ৈর মেয়ে নিপা বাড়ৈ রাজধানীর শ্যামলীতে ডাক্তার সি এইচ রবিনের বাসায় গৃহকর্মী হিসেবে যোগদান করে। নিপা জানায়, কাজের শুরু থেকেই সামান্য ভুলত্রুটি হলেই ডাক্তার রবিনের স্ত্রী রাখী তার শরীরে কখনো খুনতি দিয়ে আঘাত করত, কখনো বা ধারালো চাকু দিয়ে কোপ মারত।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে