![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F7ee80e84-352d-4ae0-8940-f93d883fa4ac%252FUntitled_4.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
পাঁচ বছরে রাষ্ট্রায়ত্ত চিনিশিল্পে লোকসান প্রায় ৪ হাজার কোটি টাকা
গত পাঁচ বছরে ৩ হাজার ৯৩৮ কোটি ৮০ লাখ টাকা লোকসান দিয়েছে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। ক্রমাগত লোকসানের পেছনে আটটি কারণ চিহ্নিত করেছে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বিএসএফআইসি জানিয়েছে, ২০১৫–১৬ অর্থবছর থেকে ২০১৯–২০ অর্থবছর পর্যন্ত ৫ বছরে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৩ হাজার ১৪৭ কোটি ২২ লাখ টাকা। এ সময়ে ব্যয় হয়েছে ৭ হাজার ৮৬ কোটি ২ লাখ টাকা।