খুলনায় এই প্রথম বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ
সরেজমিনে দেখা গেছে, ৪ নম্বর টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামের গুচ্ছগ্রামের পশ্চিম পাশে ২২ শতাংশ জমি লিজ নিয়ে ক্যাপসিকাম বাগান করেছেন নাজিম উদ্দিন।
বাগানের একটি বিশেষায়িত শেডের নিচে শত শত গাছে লাল, হলুদ ও সবুজ রঙের ক্যাপসিকাম ঝুলে আছে। পরিচ্ছন্ন বাগান জুড়ে পাতার ফাঁকে ফাকে উঁকি দিচ্ছে ক্যাপসিকাম।