মাটিতে পড়া বল ক্যাচ দাবি, বলে থুতু, কী হয়েছিল স্টোকসের?

প্রথম আলো আহমেদাবাদ প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৫

আহমেদাবাদের দিনরাতের টেস্টের প্রথম দিনই একাধিক বিতর্ক ছড়িয়েছে। সন্ধ্যা নামার আগেই টসজয়ী ইংল্যান্ড ১১২ রানে গুটিয়ে যাওয়ার পরপরই বিতর্কের সূত্রপাত। ভারতীয় ওপেনার শুভমান গিলের ব্যাটে লেগে বল স্লিপে গেলেও সেটি ক্যাচ হয়েছে কি না, প্রথম বিতর্ক সেটি নিয়েই। বেন স্টোকস যেভাবে মাটিতে পড়া বল ধরে ক্যাচ দাবি করলেন, সেটি নেটিজেনরা কেউই ভালোভাবে নেননি।

বিশেষ করে টেলিভিশন রিপ্লেতে যেখানে পরিষ্কার বোঝা গেছে বলটি মাটি ছুঁয়ে গিয়েই স্টোকসের হাতে উঠেছে, সেখানে আম্পায়ারের সঙ্গে তর্কে মাতা কেই-বা ভালোভাবে নেবে! কেবল স্টোকসই নন, নম্র–ভদ্র অধিনায়ক জো রুটও তর্ক করলেন আম্পায়ারের সঙ্গে। ড্রেসিংরুমে বসা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিরও ব্যাপারটা ভালো লাগেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও