একদিনে পাল্টে গেল সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের নাম
পুনর্নির্মাণের পর গতকাল বুধবার প্রথম আন্তর্জাতিক ম্যাচ গড়ায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের আহমেদাবাদে তৈরি হওয়া স্টেডিয়ামটিকে ঘিরে উত্তেজনার কমতি ছিল না। প্রথম ম্যাচকে কেন্দ্র করে মাঠে গেছেন ভারতের রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী আর ক্রীড়ামন্ত্রী।
ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার টেস্টের প্রথম দিন এলো বড় ঘোষণা। একদিনেই বদলে গেল স্টেডিয়ামটির নাম। এতদিন স্টেডিয়ামের নাম ছিল ‘সরদার প্যাটেল স্টেডিয়াম’। অনেকে আবার মোতেরা স্টেডিয়ামও বলতেন। এবার সেটা বদলে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। গতকাল দেশটির প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়ামের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.