 
                    
                    নদীর বালু নদীতেই!
বরগুনার আমতলী-ঢাকা নৌরুটের নাব্য সংকট কাটাতে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ আমতলী উপজেলা শহর সংলগ্ন পায়রা নদীতে ড্রেজিং শুরু করেছে। তবে ড্রেজিং মেশিনের খনন করা বালু আবার নদীতেই ফেলা হচ্ছে। এতে ওই রুটে চলাচলকারী লঞ্চগুলোর চালকরা অসন্তোষ প্রকাশ করেছেন।
বরগুনা-ঢাকা নৌরুটের আমতলী লঞ্চঘাট সংলগ্ন পায়রা নদীতে ডুবোচরের কারণে দীর্ঘদিন ধরে নাব্য সংকট ছিল। প্রায়ই এ ডুবোচরে লঞ্চসহ জলযানগুলো আটকে যায়। ফলে এই রুটের যাত্রীসহ সংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                