কাফনের কাপড় গায়ে রাস্তায় নেমেছিলেন তারা

জাগো নিউজ ২৪ নীলক্ষেত প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:১১

চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সকাল থেকেই আন্দোলন করছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে বিভিন্ন ব্যানার, হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন তারা। হাজারও শিক্ষার্থীর ভিড়ে ব্যতিক্রম চরিত্রে দেখা গেছে চার শিক্ষার্থীকে। চারজনই গায়ে কাফনের কাপড় জড়িয়ে এসেছেন। সাদা কাপড়ে বুকের ওপর লেখা ছিল ‘হয় পরীক্ষা নাও, না হয় জীবন নাও’।

এমন ব্যতিক্রমী প্রতিবাদের বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থী সাব্বির বলেন, ‘দীর্ঘ সেশনজটে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। মাত্র একটা পরীক্ষা বাকি, এখন যদি পরীক্ষা স্থগিত হয় আমরা কবে চাকরিতে যোগ দেব? পরিবার তাকিয়ে আছে কবে সংসারের হাল ধরব। এ জন্যই আমাদের এমন প্রতিবাদ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও