![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Untitl-2102240844.jpg)
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সীমান্তবর্তী নাগর নদীর তীরের আশপাশে ওই নীলগাইটি দেখতে পান স্থানীয়রা। পরে সেটিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় কয়েকদিন ধরে সীমান্তবর্তী নাগর নদীর আশপাশের জঙ্গলে নীলগাইটি ছিল। জঙ্গলের পাশে ফসল নষ্ট করলে বিকেলে কয়েকজন মিলে নীলগাইটিকে ধাওয়া দিলে সেটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেটিকে আটক করতে সক্ষম হয়।
নীলগাইটিকে কয়েকজন মিলে উদ্ধার করে বেঁধে নিরাপদে রাখা হয়েছে খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটিকে নিজেদের হেফাজতে নেন।