![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fb243525a-c486-46d0-b788-c23497f5d062%252Froad_accident_01.png%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মাগুরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত
মাগুরা সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পারন্দুয়ালী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন শহরতলির বরুনাতৈল গ্রামের সালাম বিশ্বাস (৮৫)।
নিহত ব্যক্তির ভাতিজা ইছাদুল বলেন, তাঁর চাচা সালাম বিশ্বাস বিভিন্ন গ্রাম থেকে কলাপাতা সংগ্রহ করে শহরের মাছ বাজারগুলোয় বিক্রি করতেন।