![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2017/10/17/06_election-commission_bhaban_md-pramanik_171017_0002.jpg/ALTERNATES/w640/06_Election+Commission_Bhaban_Md+Pramanik_171017_0002.jpg)
রোজার আগেই পাপুলের আসনে ভোটের ভাবনা
নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় শূন্য ঘোষিত কাজী শহিদ ইসলাম পাপুলের আসনে আগামী রোজার আগেই উপ নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার কবিতা খানম মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রোজার সময় সাধারণত নির্বাচন হয় না। লক্ষ্মীপুর-২ আসনের উপ নির্বাচনও ওই সময়ে হওয়ার কথা নয়।
“রোজাটা অবশ্যই আমাদের বিবেচনায় আছে। ঈদের পরে নির্বাচন করলে ৯০ দিন পার হয়ে যাচ্ছে কিনা সেই হিসাবটা করে দেখার বিষয় আছে। সেক্ষেত্রে রোজার আগেই নির্বাচন করার সম্ভাবনা থাকতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন নেবে।”
কুয়েতের আদালতে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুরের এ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করেছে সংসদ সচিবালয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
প্রথম আলো
| নির্বাচন কমিশন কার্যালয়
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে
১১ মাস আগে