You have reached your daily news limit

Please log in to continue


তৃপ্তির চেয়ে প্রাপ্তির পেছনে আমরা বেশি দৌড়াচ্ছি: গাজী মাজহারুল আনোয়ার

আমি সব সময় মনে করি, মানুষের ভালোবাসার মধ্যে থাকলেই হলো। আমার যদি সৃজনশীল কর্মের প্রেরণা থাকে, প্রতিদিনই আমার কাছে জন্মদিন মনে হয়—এটা আমি বিশ্বাস করে আসছি এবং এখনো করি। আমার জীবনে শারীরিক সুস্থতার অভাব হলেও লেখার সুস্থতার অভাব এখনো পরিলক্ষিত করি নাই। তা ছাড়া আমার উৎসটা যেখানে, সেই উৎস থেকে পারিবারিকভাবে চারিদিক থেকে এমনভাবেই জড়িয়ে আছি, সেখানে সংস্কৃতির সব লোক আছে, আমার স্ত্রী, মেয়ে, মেয়ের জামাই, ছেলে, পুত্রবধূ, এবং নাতি-নাতনি—সবাই মিলে আমাকে সাংস্কৃতিকভাবে দারুণভাবে পরিবেষ্টিত করে রেখেছে। ইচ্ছে করলেও আমি তাদের গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারছি না। সবার কাছে একটাই প্রত্যাশা, যত দিন পর্যন্ত বেঁচে থাকি, তত দিন কলমটা হাতে ধরে রাখার শক্তিটা যেন আমার থাকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন