কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাগুরায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন, এজলাসে বাদীর ওপর হামলা

ডেইলি বাংলাদেশ মাগুরা জেলা জজ আদালত প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১০

মাগুরায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মঙ্গলবার একটি হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের আলতু লস্কার, ইদ্রিস মোল্যা ও কাসেম লস্কার।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৯ জানয়ারি মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে টাকা পয়সা লেনদেনের ঘটনা নিয়ে মাহবুবুর রহমানের ছেলে রাজুকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চারজনকে আসামি করে ওইদিনই মহম্মদপুর থানায় একটি মামলা করা হয়। মামলার সাক্ষ্য প্রমাণাদি শেষে মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আসামি আলতু লস্কার, ইদ্রিস মোল্যা ও কাসেম লস্কার এ তিনজনকে দোষী সাব্যস্ত করে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও