কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গান গাইলে রোগীদের শরীর-মনের উন্নতি হয়

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০১

সুন্দর গান শুনলে কার না মন ভালো হয়? একাধিক গবেষণা অনুযায়ী গান গাইলে শরীর-মন-স্বাস্থ্যেরও উপকার হয়৷ এমনকি কঠিন রোগের চিকিৎসার সময়েও রোগীদের দিয়ে গান গাওয়াচ্ছেন বিশেষজ্ঞরা৷

ইয়োসেফিনে ও তার মা স্পিচ থেরাপিস্টের কাছে যাচ্ছেন৷ জন্মের সময়েই তার হৃৎপিণ্ডে ত্রুটি ধরা পড়েছিল৷ ফলে স্বাভাবিক বিকাশে বিলম্ব ঘটছে৷ একেবারে শিশু বয়স থেকেই ইয়োসেফিনে থেরাপির জন্য এফা ক্যোস্টার্সের কাছে আসছে৷ তিনি বলেন, ‘‘ইয়োসেফিনের মতো অনেক শিশুর জন্য গানের মাধ্যমে থেরাপি অনেক সহজ হয়৷ কারণ খেলাচ্ছলে এমন অনুশীলন মোটেই থেরাপির মতো মনে হয় না৷ গান গাইলে সুর ও তালের মাধ্যমে মস্তিষ্কের অনেক অংশ সত্যি সক্রিয় হয়ে ওঠে৷ একদিকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সেগুলি মস্তিষ্কের অ্যাকুস্টিক, অডিটিভ, ভিশুয়াল ও মোটরের মতো অংশ৷ বিশেষ করে শিশুদের থেরাপির সময় এগুলি অত্যন্ত কাজে লাগে, কারণ এর মাধ্যমে তাদের মনোনিবেশ করার ক্ষমতা সত্যি বেড়ে যায়, তারা আরও দ্রুত সাড়া দেয়৷ শব্দভাণ্ডার বাড়ানোর মতো থেরাপির ক্ষেত্রে এই প্রক্রিয়া কাজে লাগানো হয়৷’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও