![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fce805535-2899-4da0-a51a-5a68bcbb5d3d%252Fframe_1600X1067.png%3Frect%3D0%252C23%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
খুলনার বিএনপির সমাবেশ সফলে যৌথ সভায় ১২ উপকমিটি
খুলনায় ২৭ ফেব্রুয়ারি বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে ১২টি উপকমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার খুলনা নগর ও জেলা বিএনপির সহসভাপতি, উপদেষ্টা ও সম্পাদকমণ্ডলীর এক সভায় ওই সব উপকমিটি গঠন করা হয়। নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের খুলনার মহাসমাবেশ সফল করতে নিরলসভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সিটি করপোরেশন ও প্রশাসনকে একটি শান্তিপূর্ণ মহাসমাবেশ সফল করতে পার্কের অনুমতিসহ নিরাপত্তা প্রচারসহ সব কার্যক্রম নির্বিঘ্ন করতে বিএনপিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে