নারী ট্রাফিক পুলিশের নিত্য সমস্যা শৌচাগার
রাজধানীর ব্যস্ত সড়কগুলোর মতোই ব্যস্ততা কনস্টেবল শুক্লা বসুর। যেন বসে থাকার কোনো জো নেই। তাঁর ইশারাতেই নিয়ন্ত্রিত হচ্ছে রাসেল স্কয়ারের ছুটে চলা গাড়িগুলো। ঢাকার ব্যস্ততম সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে শুক্লার মতো অনেক নারী ট্রাফিক পুলিশকে নিয়মিতই দেখা যায়।
তবে আট ঘণ্টার দীর্ঘ এই ডিউটিতে ট্রাফিক পুলিশদের জন্য নেই নির্দিষ্ট কোনো শৌচাগারের ব্যবস্থা। ফলে দায়িত্ব পালনকালে প্রাকৃতিক ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। এ ভোগান্তি পুরুষ ট্রাফিক পুলিশদের চেয়ে নারীদের বেলায় বেশি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সমস্যা
- শৌচাগার
- নারী ট্রাফিক পুলিশ