নারকেল ভর্তা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪১
ভর্তা বাঙালির প্রিয় একটি খাবার। আলু ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা তো প্রায়ই খাওয়া হয়। কখনো কি নারকেল ভর্তা খেয়েছেন? নারকেল ভর্তার স্বাদটা অন্য সব ভর্তার চেয়ে একটু আলাদা। এই ভর্তা খেতে যেমন সুস্বাদু, তেমনি তৈরি করাও খুব সহজ। তাহলে আর দেরি না করে, চলুন তবে জেনে নেয়া যাক নারকেল ভর্তা তৈরির রেসিপিটি-
উপকরণ: কোরানো নারকেল দেড় কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি এক টেবিল চামচ, শুকনা মরিচ চার থেকে পাঁচটি, সরিষার তেল দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো। প্রণালী: প্রথমে একটি প্যানে সামান্য তেল দিয়ে পিঁয়াজ, রসুন হালকা বাদামি করে ভেজে তুলে নিন। এবার তেলে শুকনা মরিচ ভেজে নিন।
- ট্যাগ:
- লাইফ
- ভর্তা
- নারকেলের রেসিপি