![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Ff0097700-5c95-411d-bb14-a97411eeb3f0%252FNOAKHALI_DH0516_20210222_NOAKHALI_MIRZA_22022021_1_JPG.JPG%3Frect%3D0%252C12%252C640%252C336%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সাংবাদিক বুরহান হত্যাকে ‘ষড়যন্ত্রের অংশ’ বললেন কাদের মির্জা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন হত্যার ঘটনাকে ‘ষড়যন্ত্রের অংশ’ বলে দাবি করেছেন বসুরহাট পৌর মেয়র ও সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জা। ১৪৪ ধারা শেষে আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে বসুরহাটের রূপালী চত্বরে সাংবাদিক বুরহান হত্যার ঘটনায় শোকসভা ও মিলাদ মাহফিল থেকে তিনি এ অভিযোগ করেন।
শোকসভায় প্রায় ৪০ মিনিটের বক্তৃতায় কাদের মির্জার বেশির ভাগ কথাই ছিল নোয়াখালী ও ফেনীর দুই সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও-ওসিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় তাঁর প্রতিপক্ষ নেতাদের বিরুদ্ধে।