লোভে পড়ে সরকার দেশের সব অর্জন ব্যর্থ করে দিচ্ছে: মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য লোভে পড়ে দেশের সব অর্জন ব্যর্থ করে দিচ্ছে। আজ সোমবার বিকেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘দেশের স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে বেদনার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, একু্শের চেতনা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, স্বাধীনতার প্রত্যাশা আজ ভূলুণ্ঠিত। কারা ভূলুণ্ঠিত করেছে? আজকে যারা সরকারে, তারা শুধু গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য এভাবে গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, দলীয়করণ করে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে পরিচালিত করছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.