![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F8bac5294-84fa-485f-a8f3-281300d37a8d%252FPrem_Puran.jpg%3Frect%3D0%252C0%252C1920%252C1008%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
প্রেম এমনও হয়
প্রথম আলো
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩০
ফাল্গুন মাসে মুক্তি পেয়েছে নতুন একটি সিনেমা ‘প্রেম পুরাণ।’ ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস যেখানে বসে দেখা হোক, টিকিটের দাম মাত্র ২০ টাকা। তবে শুরু করলে মনে থাকবে না যে, কোথায় বসে সিনেমা দেখছেন। একটানে সেটি দর্শককে নিয়ে যাবে মফস্বল এক নিস্তরঙ্গ শহরে। রাজধানী থেকে পড়ালেখা শেষ করে সেখানে গিয়ে সংসার শুরু করা এক দম্পতির গল্প কেন প্রেমকাহিনি হতে পারে, তা জানতে অপেক্ষা করতে হবে ৩৫ মিনিট। হয়তো প্রশ্নও উঠবে মনে, প্রেম এমনও হয়?