বাড়িতে নিজেই চা বানিয়ে অতিথিদের খাওয়ান কোহলি
মাঠের বিরাট কোহলি আগ্রাসী। নানা বিষয়ে তিনি আলোচিত, কখনো সমালোচিত। মাঠের কোহলিকে সমীহ করেন তাঁর দলের খেলোয়াড়েরা, প্রতিপক্ষও দল তো বটেই। চোখে–মুখে থাকে আগ্রাসী ভাব। অনেকে মনে করেন, কোহলি মানুষটিই বোধ হয় এমন। কিন্তু মাঠের বাইরে তিনি পুরোপুরি ভিন্ন এক মানুষ। নম্রভদ্র, নরমভাষী। কোনো অহংকার নেই, রাগ নেই। মাঠের বাইরে তাঁকে দেখে যেকেউই অবাক হয়ে ভাববেন, এ কোন কোহলি!
মাঠের বাইরে ভারত অধিনায়ক কেমন, সেটি জানিয়েছেন ভারতের সাবেক নির্বাচক শরণদীপ সিং। দল নির্বাচনী বিভিন্ন বৈঠকে কোহলিকে দেখে তিনি সব সময়ই অবাক হয়েছেন। মাঠে মুখরা কোহলি যে সেখানে চুপচাপ। কেবল তা-ই নয়, শরণদীপ জানিয়েছেন কোহলির ব্যক্তিগত জীবনের আচরণও। কেউ তাঁর বাড়িতে বেড়াতে গেলে তিনি নিজেই নাকি চা বানিয়ে খাওয়ান, ‘মাঠে কোহলি পুরোপুরি অন্য রকম। সে সেখানে অনেক আগ্রাসী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| ভারত
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে