ইরাকে ইরানপন্থি মিলিশিয়াকে কে থামাবে?

ডয়েচ ভেল (জার্মানী) ইরাক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৫

ইরাকে সেনার সংখ্যা বাড়াচ্ছে ন্যাটোর সামরিক জোট। আফগানিস্তানে এখন ৫০০ জন ন্যাটোর সেনা আছে, সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে চার হাজার। আফগানিস্তানে ন্যাটোর মিশন ছিল, সুরক্ষা ক্ষেত্রে সংস্কারে সাহায্য করা, ইরাকি সেনাদের প্রশিক্ষিত করা এবং পরামর্শ দেয়া। কিন্তু ন্যাটোর সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, এখনো সেখানে আইএসের যে জঙ্গিরা আছে, তাদের শেষ করাও ন্যাটোর লক্ষ্য। তিনি জানিয়েছেন, ইরাকের অনুরোধেই তারা এই কাজ করছে।

তবে উত্তর ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হানার কয়েকদিন পরেই তিনি এই ঘোষণা করলেন। মার্কিন ঘাঁটিতে একের পর এক ১৪টা রকেট ছোড়া হয়। একটি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী আউলিয়া আল-দাম এই আক্রমণের দায় স্বীকার করেছে। এই রকেট হানায় একজন কন্ট্রাক্টর মারা গেছেন। নয় জন আহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও