ভিডিও স্টোরি: পাটের পলিথিন, বাংলাদেশের প্রযুক্তি, বাংলাদেশেই সংকটে
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৮
পলিথিন নিয়ে এই যে এত সমস্যা সেটারই যেন একমাত্র সমাধান হয়ে হাজির হয় পাট। একসময়ের সোনালী আশ থেকে উৎপাদন হচ্ছে সোনালি ব্যাগের। যা পরিবেশবান্ধব, পুনরায় ব্যবহারযোগ্য এবং পুরোপুরি পচনশীল।