 
                    
                    ১৩৫ ব্যাংক হিসাবে জমা পড়ে ৬৫ কোটি টাকা
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যের প্রায় ৩৩ কোটি টাকা মূল্যের জমির খোঁজ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ছাড়া চক্রের গ্রেপ্তার হওয়া ১৩ সদস্যের মোট ১৩৫টি ব্যাংক হিসাবে ৬৫ কোটি টাকা জমা পড়ার তথ্যও এসেছে সিআইডির হাতে। এর মধ্যে ৬৪ কোটি টাকা তাঁরা ইতিমধ্যে তুলেও নিয়েছেন।
সিআইডি বলছে, ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৩ বছরে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেই চক্রের সদস্যরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। বেশি সম্পদ গড়েছেন চক্রের দুই হোতা স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালাম খান ও তাঁর খালাতো ভাই জসিম উদ্দিন ভূঁইয়া ওরফে মুন্নু।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                