পদোন্নতি নেই ৬ হাজার শিক্ষকের
চাকরির মৌলিক সব শর্ত পূরণ করেও পদোন্নতি পাচ্ছেন না সরকারি কলেজের পাঁচ হাজার ৭৪৮ জন শিক্ষক, তারা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য। তাদের মধ্যে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে দুই হাজার ৪৪০ জন এবং সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে তিন হাজার ৩০৮ জন শিক্ষক পদোন্নতির সব শর্ত পূরণ করেছেন। এসব শিক্ষক শূন্যপদ থাকা সত্ত্বেও পদোন্নতি পাচ্ছেন না।
বঞ্চিত শিক্ষকদের মধ্যে কেউ দুই, কেউ পাঁচ, কেউবা আট বছর ধরে পদোন্নতির অপেক্ষায় আছেন। শিক্ষা প্রশাসনে গত দুই বছর ধরেই কলেজ শিক্ষকদের পদোন্নতির তোড়জোড় চললেও এ কার্যক্রম চূড়ান্ত হচ্ছে না। পদোন্নতির জন্য শিক্ষকরা প্রায়ই শিক্ষা মন্ত্রণালয়ে ভিড় করছেন, বিভিন্ন দপ্তরে তদবির করছেন।