![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fcef790d6-8bd0-4cdd-a81a-3a9434f2ac2d%252F58a924f0-9731-4923-9113-27ce4d72194d.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
টিকার ন্যায্য বণ্টনের প্রতিশ্রুতি আর্জেন্টিনার নতুন স্বাস্থ্যমন্ত্রীর
আর্জেন্টিনায় টিকা পাচ্ছিলেন শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। করোনার টিকা দেওয়া নিয়ে কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী গিনেস গঞ্জালেস গার্সি। সেখানে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে গতকাল শনিবার দায়িত্ব নিয়েছেন কার্লা ভিজোত্তি। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি টিকার ন্যায্য বণ্টনের প্রতিশ্রুতি দিয়েছেন।