![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/moj-2102211330.jpg)
সাংবাদিক মুজাক্কিরের মৃত্যুতে বাড়িতে চলছে শোকের মাতম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। তার মৃত্যুতে মা-বাবা, ভাই-বোনসহ পরিবারের সব সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছেন। তার মা-বাবা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন।
অপরদিকে তার সহকর্মী, স্থানীয় লোকজন ও স্বজনরা তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং সমবেদনা জানাচ্ছেন। এদিকে সংবাদকর্মীর নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে রোববার দুপুর সাড়ে ১২ টায় মানববন্ধন করেছেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাংবাদিক
- গুলিবিদ্ধ
- মৃত্যুবরণ
- শোকের মাতম