মৌলভীবাজারে পিপিআর রোগে দুই শতাধিক ছাগলের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পিপিআর রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই শতাধিক ছাগলের মৃত্যু হয়েছে। গত দেড় মাসে এসব ছাগল মারা গেছে। তবে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আক্রান্ত এলাকায় ছাগলের শরীরে ভ্যাক্সিন প্রদান করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পিপিআর রোগে আক্রান্ত হয়ে গত দেড় মাস ধরে বাচ্চাসহ ছাগলের মড়ক শুরু হয়। প্রথম দিকে স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে কোনো চিকিৎসা দেয়া হয়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পিপিআর
- ছাগলের মৃত্যু