ছাত্ররাই ছিল আশা-ভরসা
প্রথম আলো
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪০
ভাষাসৈনিক আব্দুল মতিন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার সংগ্রামে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তিনি তাঁদের একজন। আন্দোলন করার অপরাধে পাকিস্তানি শাসকগোষ্ঠী তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছিল। সেই তিনিই ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪তম সমাবর্তন অনুষ্ঠানে সম্মানসূচক ডিলিট উপাধি পেয়েছেন।
ভাষা-মতিন নামে পরিচিত এই সংগ্রামী মানুষটির জন্ম ১৯২৬ সালে, সিরাজগঞ্জে। ২০১৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাসৈনিক আব্দুল মতিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাপা হলো ২১ ফেব্রুয়ারি নিয়ে তাঁর খণ্ডস্মৃতি। লেখাটি প্রথমা থেকে প্রকাশিত, মতিউর রহমান সম্পাদিত ‘একুশের পটভূমি একুশের স্মৃতি’ বই থেকে নেওয়া।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আশা
- ভরসা
- ছাত্র
- ভাষা আন্দোলন
- আব্দুল মতিন