কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কলকাতায় আকাশের মুখভার, বাড়ল তাপমাত্রা

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১০

কুয়াশার চাদরে মুখ ঢেকে সকাল শুরু কলকাতার। সকাল থেকেই মেঘলা আকাশ শহরজুড়ে। এদিকে, শহর থেকে শীতের বিদায়ঘণ্টা আগেই বেজে গিয়েছে। মাঝখানে কলকাতায় পারদ খানিকটা নামলেও ফের বাড়ছে গরম। শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়ল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস সূত্রে খবর, আর নতুন করে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই কলকাতায়। আগেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, এ বছরের মতো শীতের পালা শেষ। যদিও ভোর ও রাতের দিকে শীতের হাল্কা ভাব বজায় রয়েছে। অন্যদিকে, এদিন আকাশ মেঘলা থাকলেও রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। এদিন কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম ৩৩ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও