You have reached your daily news limit

Please log in to continue


সাধারণ তাপমাত্রায় ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন দু সপ্তাহ কার্যকর থাকবে

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ফাইজার-বায়োএনটেক শুক্রবার জানায়, নুতন সমীক্ষায় তারা দেখেছেন, যে তাদের ভ্যাকসিন সাধারণ তাপমাত্রায় দু সপ্তাহ কার্যকর থাকবেI তবে আগেকার হিসাবে বলা হয়েছিল এই ভ্যাকসিনকে নির্দিষ্ট তাপমাত্রা (১৫ থেকে ২৫ ডিগ্রি) হিমাঙ্কের নীচে সংরক্ষন করতে হবেI এটি নিঃসন্দেহে এক শুভ সংবাদ, কারণ বহু দেশে পরিবহন ও বিতরণের সময় এই নির্দিষ্ট তাপমান নিশ্চিত করা অসম্ভব ছিলI ইসরাইল সরকার পরিচালিত সমীক্ষায় বলা হয়েছে যে, ফাইজারের একটি ডোজই ৮৫% সফল বলে প্রমাণিত হয়েছেI ইসরাইলের সেবা মেডিকেল সেন্টারে ৭০০০ স্বাস্থ্য কর্মীদের ওপর পরীক্ষায় এই ফলাফল নিশ্চিত হয়I
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন