নিমতিতা-বিস্ফোরণে ‘নাশকতা’র ইঙ্গিত, নমুনা গেল ল্যাবে, নজর রাখছে এনআইএ-ও

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৩

নিমতিতা স্টেশনে ‘নাশকতা’র ছক কষেছিল দুষ্কৃতীরা। দু’দিন ধরে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর তেমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)। বিস্ফোরণের কারণে গভীর ক্ষত তৈরি হয়েছে প্ল্যাটফর্মে। সেই ক্ষত বিশ্লেষণ করে গোয়েন্দাদের ধারণা, বিস্ফোরণ ঘটানোর জন্য শক্তিশালী রাসায়নিক ব্যবহার করা হয়েছে। যেমনটা করা হয় কোনও নাশকতার ঘটনায়। পরীক্ষাগারে নমুনা পাঠানো হয়েছে। সিট তদন্ত করলেও, নিমতিতা বিস্ফোরণ-কাণ্ডের ঘটনা নজরে রেখেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-ও। পরিস্থিতি খতিয়ে দেখবেন এনআইএ-র গোয়েন্দারা।

বুধবার রাতে কী ভাবে বিস্ফোরণ ঘটানো হল, কেনই বা রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে নিশানা করা হল— তা নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সিট-এর গোয়েন্দারা। তবে বিভিন্ন সম্ভাবনার দিকগুলি আগাপাশতলা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন তাঁরা। নিমতিতায় ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে কি না তা নিয়ে এখনও নিশ্চিত নয় সিট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও