![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Famit-shah-20210219205109.jpg)
পশ্চিমবঙ্গের আদালতে অমিত শাহর বিরুদ্ধে সমন জারি
ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে সমন জারি করেছে পশ্চিমবঙ্গের বিশেষ একটি আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মানহানির এক মামলায় তাকে এ সমন জারি করা হয়। খবর এনডিটিভি।
কলকাতার বিধাননগরের এই বিশেষ আদালতে সোমবার (২২ ফেব্রুয়ারি) অমিত শাহকে নিজে বা তার কোনো আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে বলা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সমন জারি
- অমিত শাহ