করোনার কারণে এখনও স্কুল-কলেজ খুলে দেয়া হয়নি। তবে শিক্ষাকার্যক্রম বন্ধ নেই। ক্লাস-পরীক্ষাসহ নানা সহ-শিক্ষা কার্যক্রম এখন অনলাইনেই হচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়েছে গুগলও। টেক জায়ান্টিটি ‘গুগল ক্লাসরুম’-এ বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করেছে। গুগল জানিয়েছে, আগের সংস্করণে বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল।
তবে নতুন সংস্করণটি শিক্ষার্থীদের উপযোগী করে তৈরি করা হয়েছে। গুগল ক্লাসরুম-এর মূল লক্ষ্য হলো শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সংযোগ স্থাপন করা। এছাড়া অ্যাসাইনমেন্ট জমা বা গ্রেড দেয়ার মত বিষয়গুলোতেও সাহায্য করে অ্যাপটি। নতুন আপডেটে গুগল ক্লাসরুম অ্যাপে বাংলা ভাষাও সমর্থন করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.