![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F1b2e644b-f4b1-43e9-9244-63690945cf78%252FChris_Moris.JPG%3Frect%3D0%252C43%252C487%252C256%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কোহলির দলে জায়গা না পাওয়া খেলোয়াড়ের দাম কেন ১৬ কোটি?
প্রথম আলো
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৫
গতকাল আইপিএলের নিলামে ক্রিস মরিস নামটা চমকে দিয়েছে সবাইকে। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের দক্ষিণ আফ্রিকার এ অলরাউন্ডারের দাম শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে। কিন্তু কেন এই অলরাউন্ডারের দাম এত বেশি হলো?