১২ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন ১৭৫ বিড়িশ্রমিক
টাঙ্গাইলে বন্ধ হয়ে যাওয়া লাকি বিড়ি ফ্যাক্টরির শ্রমিকদেরকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন এমন ১৭৫ জন শ্রমিককে প্রায় ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়। জনপ্রতি শ্রমিকরা পেয়েছেন ছয় হাজার ৮৫০ টাকা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শ্রমিক ফেডারেশন কার্যালয়ে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া, যুগ্ম-সম্পাদক উদয় লাল গৌঁড়, মাহবুবুর রহমান খান বিপ্লব, ফ্যাক্টরির মালিক মো. শাহজাহান মিয়া, জেলা বিড়ি শ্রমিক সমিতির সভাপতি লুৎফর রহমান প্রমুখ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ক্ষতিপূরণ
- বিড়ি শ্রমিক