ঘুম থেকে ওঠার পর চোখে-মুখে ফোলা-ভাব থাকে? কেন হয়? জানুন...
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০২
ঘুম থেকে উঠে আয়নায় মনে হচ্ছে মুখটা একটু ফোলা ফোলা হয়েছে। কিংবা কেউ হয়তো হঠাৎ বলে বসল, মুখটা ফোলা দেখাচ্ছে কেন? চিন্তার বিষয়ই বটে! নানা রকম রোগের কারণে মুখ ফোলা দেখায়—যার কয়েকটি তো জটিলই। আবার খুব সাধারণ কিছু কারণেও মুখমণ্ডল বা চেহারা ফুলতে পারে। তাই জানা উচিত কখন সতর্ক হবেন। তবে মুখের ফোলা ২ থেকে ৩ ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যায়। মুখে ফোলাভাবের অনেকগুলি কারণ থাকতে পারে, তবে আপনি যদি মনে করেন এটি মারাত্মক অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে তবে অবিলম্বে ডাক্তারের কাছে যান। সাধারণত, মুখের ফোলাভাবের প্রথম কারণটি হল সঠিকভাবে ঘুমাতে সক্ষম হয় না বা ঠিক মতো ঘুমায় না বলে।