সোহরাওয়ার্দী উদ্যান এখন যেন সিলেটের জাফলং
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ সংলগ্ন সুদৃশ্য লেকটি পানিশূন্য পাথুরে মরুদ্যানে পরিণত হয়েছে! সপ্তাহখানেক আগেও লেকের টলটলে পানিতে ঝাঁকেঝাঁকে তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ঘুরে বেড়ানোর দৃশ্য চোখে পড়লেও এখন গোটা লেক জুড়ে শুধু পাথর আর পাথর। এ যেন সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ের আরেক রূপ।
উদ্যানের কিছু স্থানে এখনো স্বল্প পরিমাণ পানি জমে রয়েছে। সেখানে দলবেঁধে মৎস্য শিকার করতে নেমে গেছে ছোট শিশু ও তরুণের দল। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সরেজমিন পরিদর্শনকালে এমন দৃশ্য চোখে পড়ে।