![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_256228_1.jpg)
‘দেশের চলচ্চিত্র শিল্প এখন আইসিইউতে’
বণিক বার্তা
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৩
করোনা মহামারীতে দেশের চলচ্চিত্র শিল্পে ধস নেমেছে। প্রেক্ষাগৃহ চালানোর মতো চলচ্চিত্র নেই বললেই চলে। বেশকিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় থাকলেও দর্শকরা হলমুখী হবেন কিনা এমন শঙ্কা থেকে পিছিয়ে যাচ্ছেন প্রযোজক ও হল মালিকরা। আর্থিক ক্ষয়ক্ষতির কথা ভেবে প্রেক্ষাগৃহ খোলার পর থেকে অনেকেই ছবি মুক্তি দিতে আগ্রহ প্রকাশ করছেন না।
এমন অবস্থায় রাজধানীর বেশকিছু প্রেক্ষাগৃহ চলছে ঢিমেতালে। আর কিছু হল এখনো বন্ধ। সিনেমা হল বা প্রদর্শক সমিতির তথ্যানুযায়ী, বর্তমানে রাজধানীতে সিনেমা হলের সংখ্যা ২৫। এর মধ্যে চার-পাঁচটি হল এখনো বন্ধ। এ তালিকায় রয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহও।