কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এলএনজি আমদানিতে টাকা পাচ্ছে না পেট্রোবাংলা

বাংলা ট্রিবিউন পেট্রোবাংলা ভবন, কারওয়ান বাজার প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৩

তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে এক হাজার ৯৪ কোটি টাকা চেয়েও পাচ্ছে না পেট্রোবাংলা। পেট্রোবাংলা সূত্র বলছে, দেশের দুটি এলএনজির ভাসমান টার্মিনালের কাজ পরিচালনার জন্য অর্থ বিভাগের কাছে গত ২০ জানুয়ারি এই টাকা চাওয়া হয়েছিল। অর্থ বিভাগের সঙ্গে যোগাযোগ করেও তা পাওয়া যায়নি বলে জ্বালানি বিভাগ জানায়।

দেশে এখন মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি ও দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সামিট গ্রুপের দুটি এলএনজি টার্মিনাল রয়েছে।

গত কয়েকমাস ধরে এলএনজি আমদানিতে অর্থ যোগানের ঘাটতি রয়েছে বলে জানা গেছে। এখন প্রকাশ্যে জ্বালানি বিভাগের বিভিন্ন বৈঠকে পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হচ্ছে এলএনজি আমদানিতে যে পরিমাণ আর্থিক সক্ষমতা দরকার, পেট্রোবাংলার তা নেই। ভবিষ্যতে এলএনজির সরবরাহ বাড়াতে কী ভাবে ও কোন উৎস থেকে এত টাকা যোগাতে হবে তাও জানে না পেট্রোবাংলা। এই পরিস্থিতিতে অর্থ বিভাগের কাছে এক হাজার ৯৪ কোটি টাকা চেয়ে গত ২০ জানুয়ারি চিঠি দেয় সংস্থাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও