![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202102/563442_179.jpg)
‘ইরানের জন্য দুর্গের ভূমিকা পালন করেছে পূর্ব আজারবাইজান’
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, বিদেশি শত্রু এবং বিচ্ছিন্নতাবাদের মোকাবেলায় আজারবাইজান সব সময় দুর্গের ভূমিকা পালন করেছে।
তিনি বুধবার ইরানের পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরের ঐতিহাসিক গণজাগরণ দিবস উপলক্ষে সেখানকার জনগণের সাথে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন।