![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpory-20210217152849.jpg)
প্রশংসায় ভাসছে তৌকীর আহমেদর ‘স্ফুলিঙ্গ’ সিনেমার গান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৮
নন্দিত চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করছেন নতুন সিনেমা। এবার তিনি সিনেমার নাম দিয়েছেন ‘স্ফুলিঙ্গ’। প্রেক্ষাপট হিসেবে বেছে নিয়েছেন তরুণ প্রজন্মের জীবন যাপন, সংগীত চর্চা ও তাদের ভাবনায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে।
পরীমনি ও মম'র সঙ্গে এ সিনেমায় দেখা যাবে শ্যামল মাওলা, রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদসহ আরও অনেক প্রিয় তারকাদের। মাত্র ২৩ দিনেই সিনেমার শুটিং শেষ করেছেন তৌকীর আহমেদ। এবার চলছে মুক্তির অপেক্ষা। তার আগে শুরু হয়েছে ছবিটির প্রচারণা।