‘বইয়ের পাতায় বন্ধু পাতি’—এই শ্লোগানকে ধারণ করে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের বইপ্রেমীদের জন্য যাত্রা শুরু করল ভ্রাম্যমাণ পাঠাগার ‘পথে পথে পাঠ’। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে সাভারের আনন্দপুর এলাকায় গণকল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় সংস্থাটির কার্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে।
গণকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক গোবিন্দ আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পথে পথে পাঠের প্রতিষ্ঠাতা আশরাফ সিজেল। বক্তব্য রাখেন তেঁতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইউনুস আহমেদ, সাংবাদিক ওমর ফারুক, স্বাস্থ্যকর্মী সিসিলিয়া বিশ্বাস প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.