শিক্ষক-ডাক্তার নিয়োগে ‘দুর্নীতি’ নিয়ে তোলপাড়

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৩

স্কুলের বিভিন্ন স্তরে নিয়োগ নিয়ে নানান অভিযোগ আদালত পর্যন্ত গড়িয়েছে। এ বার শিক্ষক-চিকিৎসক নিয়োগের ক্ষেত্রেও রাজ্যের স্বাস্থ্য দফতরে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠল। এর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ডাক্তারদের তরফে। হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ড গত ১৫ ফেব্রুয়ারি শিক্ষক-চিকিৎসকের পদে মোট ৬৪৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। তার পরেই চিকিৎসক মহলের একটি বড় অংশ প্রতিবাদ ও সমালোচনায় মুখর হয়েছে। মঙ্গলবার, সরস্বতী পুজোর দিন সকাল থেকেই সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়।

চিকিৎসকদের একাংশের অভিযোগ, নির্লজ্জ ভাবে স্বজনপোষণ করে বেশির ভাগ ক্ষেত্রে শাসক দলের বিভিন্ন নেতা-মন্ত্রীর আত্মীয় ও শাসক দলের ঘনিষ্ঠ প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। সাধারণ এমবিবিএস পাশ প্রার্থীদের নিয়োগ করা হয়েছে অথচ বাদ দেওয়া হয়েছে স্নাতকোত্তর ও পোস্ট ডক্টরাল ডিগ্রিধারীদের। হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের কর্তারা অভিযোগ অস্বীকার করেছেন। স্বাস্থ্য দফতরের কর্তারা এই বিষয়ে মুখ খুলতে চাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও