![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/02/16/og/190844_bangladesh_pratidin_NATORE-PIC--16-02-2021-05.jpg)
৫ হাজার মণ পাট মজুত করায় গোডাউন সিলগালা
পাটের হঠাৎ মূল্যবৃদ্ধি ও মিলগুলোতে পাট সংকট তৈরি হওয়ায় মজুতদারী ঠেকাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে ভাই ভাই বাণিজ্যিালয়ের গোডাউন সিলগালা করেছে পাট অধিদফতর।
কোনো গোডাউন বা ব্যবসা প্রতিষ্ঠানের ১০০ মণের বেশি পাট এক মাসের বেশি মজুত না রাখার নির্দেশনা থাকলেও নাজিরপুর বাজারের ওই প্রতিষ্ঠানটি প্রায় ৫ হাজার মণ পাট অন্তত ৪ মাস ধরে মজুত রেখেছিল।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সিলগালা
- পাটচাষ
- মজুদ
- গোডাউন