উত্তর কোরিয়ার বিরুদ্ধে ফাইজারের টিকার ফর্মুলা চুরির অভিযোগ

বিডি নিউজ ২৪ উত্তর কোরিয়া প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৬

উত্তর কোরিয়া হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের কোভিড-১৯ টিকা তৈরির প্রযুক্তি চুরি করতে চেয়েছিল বলে দাবি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার।

তবে উত্তর কোরিয়া ওই তথ্য চুরি করতে সক্ষম হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় বিবিসি।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইওনহাপ জানায়, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা গোপন সংবাদ ব্রিফিংয়ে আইনপ্রণেতাদের এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে জানতে বিবিসি থেকে ফাইজার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এখনো সাড়া দেয়নি।

উত্তর কোরিয়া সরকার এখন ‍পর্যন্ত সেখানে ‍মাত্র একজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর জানিয়েছে। তবে আগামী কয়েক সপ্তাহে দেশটি অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে বলে জানায় বিবিসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও