![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-80986046,imgsize-269156/pic.jpg)
শাশুড়ির সঙ্গে রোজ অশান্তি? সহজ সমাধান জানুন এক ক্লিকেই
দেখাশোনা করে বিয়ে হোক কিংবা প্রেম করে বিয়ে নতুন সংসারে মানিয়ে নিতে সকলেরই সময় লাগে। শুধু তাই নয়, বিয়ের পর অন্যত্র সংসার পাতলেও সেখানে একই ঝক্কি। এই প্রজন্মের ছেলে-মেয়েরা বেশিরভাগই কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। আবার পড়াশোনার জন্য ১২ ক্লাস পেরিয়েই বাড়ি ছাড়েন অনেকে। দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে থাকতে এই মানিয়ে চলার অভ্যেসটা কিন্তু একদমই আর থাকে না। নিজের মতো থাকতে গিয়ে অন্যরকম একটা জগৎ তৈরি হয়ে যায়।
এরপর আবার যদি নতুন করে অন্য কোনও বাড়িতে, অন্য মানুষদের সঙ্গে মানিয়ে থাকতে হয় তাহলে সমস্যা আরও বাড়ে বইকী! এর প্রথম কারণ, সব বাড়ির খাদ্যাভ্যাস কিংবা নিয়ম একরকম নয়। সেই সঙ্গে রুচিবোধ, অভ্যেস এসবেও ফারাক থাকে বইকী!বাড়ির নিয়ম সকলের সমান নয়। আর বউমা চাকরি করলেও অনেক শ্বশুর -শাশুড়ি প্রত্যাশা করেন বউমা হেঁশেলেও ঢুকবেন। বিয়ের আগে উইকেন্ডে যেমন খুশি বেরিয়ে যাওয়া, রাতে ফেরা, বন্ধুদের সঙ্গে পার্টি এসব আর বিয়ের পর অত সহজে করা যায় না।
- ট্যাগ:
- লাইফ
- করণীয় নির্ধারণ
- অশান্তি
- বউ-শাশুড়ি