বরিশালে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি
দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশালে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। বরিশাল থেকেই নিরপেক্ষ নির্বাচনের আন্দোলন শুরু করতে চাচ্ছে দলটি। এই লক্ষ্যে সারা দেশে বিএনপির মেয়র প্রার্থীদের অংশগ্রহণে আগামী ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশের আয়োজন করেছে তারা। সমাবেশ করতে সম্ভাব্য ৩টি স্থানের জন্য আবেদন করা হলেও মঙ্গলবার পর্যন্ত প্রশাসনের কোনো সবুজ সংকেত পাননি তারা। যদিও সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে বিএনপি। সমাবেশ আয়োজনের মূল দায়িত্ব পড়েছে বরিশাল মহানগর বিএনপির উপর।